ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

কোনো জমি খালি রাখা যাবে না : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ । ১৭২ জন
কোনো-জমি-খালি-রাখা-যাবে-না-কৃষিমন্ত্রীমৌলভীবাজারে শুক্রবার শীতবস্ত্র বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুস শহিদ।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙিনাসহ যে সকল জমি পতিত রয়েছে, সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে।’

চাষযোগ্য কোনো জমি খালি না রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুস শহিদ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা বাগানে গত শুক্রবার বিকেলে শীতার্ত ও অসহায় তিন শতাধিক চা শ্রমিক পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনো জমি খালি রাখা যাবে না। হাওর অঞ্চল ও বাড়ির আঙিনাসহ যে সকল জমি পতিত রয়েছে, সেগুলো আবাদের আওতায় নিয়ে আসতে হবে।

‘কৃষি মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তরের কর্মকর্তারা অত্যন্ত দক্ষ। উৎপাদন বাড়াতে আমরা তাদের নিয়ে টিম গঠন করে প্রতিটি এলাকায় কৃষকদের সাথে উঠান বৈঠক করব।’

তিনি আরও বলেন, ‘বাজারমুখী না হয়ে যার যার নিজেদের চাহিদা পূরণে সবাইকে বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতে হবে।’

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ শেষ করে মন্ত্রী চলে আসেন নিজ নির্বাচনি এলাকা কমলগঞ্জে। সেখানে আওয়ামী লীগ নেতা বিকাশ পালের সঞ্চালনা ও রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. উফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিক ও মাধবপুর ইউনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করেন।