ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

গত বছর বিশ্বব্যাপী হাম ৭৯ শতাংশ বেড়েছে : ডব্লিউএইচও

পাবলিকহেলথ ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ । ৭১ জন

জেনেভা, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সারা বিশ্বে হামের দ্রুত বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, গত বছর বিশ্বে ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষ হাম আক্রান্ত হয়েছে যা ২০২২ সালের চেয়ে ৭৯-শতাংশ বেশী।

মঙ্গলবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, গত বছর হামের মৃত্যুর সংখ্যার বিবরণ সংস্থা এখনও পায়নি, তবে প্রযুক্তি উপদেষ্টা নাতাশা ক্রোফ্ট বলেছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আশঙ্কা করছি ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।’