ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  • অন্যান্য

গাজীপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, ২ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ । ২৬৫ জন

গাজীপুর তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দুই দোকানদারকে জারিমানা করা হয়েছে।

আজ রোববার জেলার শ্মশান সংলগ্ন ভুরুলিয়া রোড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত -২০১৩) এর ৫(ছ) ধারা মোতাবেক দুই দোকানদারকে (৫,০০০+৫,০০০) মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আশেপাশে দোকানদারদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবগত করা হয়।

উক্ত মোবাইল কোর্টের সময়ে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম, গাজীপুর ডিসি অফিসের পেশকার ও গাজীপুর জেলার পুলিশ প্রশাসন। তথ্য দিয়ে সহযোগিতা করেন নাটাবের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান।