ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪

গোপালগঞ্জ সদর উপজেলায় ‘উত্তম কৃষি চর্চা’ নিয়ে কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ । ২২৮ জন

গোপালগঞ্জে ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) নিয়ে কৃষকদের সার্টিফিকেশন প্রশিক্ষণ’ দিয়েছে সদর উপজেলা কৃষি অফিস ।

গতকাল (২২ মে) বুধবার বিকেলে ৪টায় সদর উপজেলা পরিষদ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আযোজন করে।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং অফিসার হাফিজ হাসান। কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। এতে গোপালগঞ্জ সদর উপজেলার ৮০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন রিসোর্স পার্সনরা।