ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

গোপালগঞ্জে লরির ধাক্কায় ট্রলির হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ । ২৯ জন

গোপালগঞ্জে তেল বোঝাই ট্যাংক লরির ধাক্কায় বায়েজিদ খান (১৪) নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলির চালকসহ ২ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মারুফ খানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাশেম মজুমদার জানান, ইট-বালি পরিবহনকারী স্যালোমেশিন চালিত একটি ট্রলি গাড়ি ঢাকা-খুলনা মহাসড়ক থেকে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকার বাইপাস সড়কে নামার সময় খুলনাগামী তেলবাহী একটি ট্যাংক লরি পিছন দিক থেকে ধাক্কা দেয়। ট্রলিটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হয়। আহত হয় ট্রলির চালক বিল্লাল ও অপর হেলপার আব্দুল্লাহ। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাংক লরিটিকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।