ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫

ঘরের বাইরে ধূমপান নিষিদ্ধ করল মিলান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ । ১২ জন

শহরের জনস্বাস্থ্য ও বাতাসের মান উন্নয়নের লক্ষ্যে তামাকজাত দ্রব্য সেবনে বিধিনিষেধ আরোপ করেছে ইতালির মিলান পৌর কর্তৃপক্ষ। বুধবার (১ জানুয়ারি) থেকে শহরটির বিভিন্ন স্কয়ার, সড়ক ও পার্কিং এলাকাসহ সব উন্মুক্ত স্থানে ধূমপানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলেছে, ধূমপান করতে হলে একেবারেই নির্জন, লোকসমাগম নেই এবং জনসাধারণের সংস্পর্শ থেকে অন্তত ১০ মিটার দূরে- এমন স্থানে করতে হবে।

নতুন ঘোষণায় মূলত ধূমপান নিয়ে আগের দেওয়া নিষেধাজ্ঞার আওতা সম্প্রসারণ করেছে কর্তৃপক্ষ।

২০২১ সালে প্রথম ঘরোয়া জনসমাগমের স্থানের (ইনডোর পাবলিক প্লেস) পাশাপাশি ট্রানজিট স্টপ, পার্ক, কবরস্থান ও খেলাধুলার জায়গার মতো উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এবার তার পরিসর আরও বাড়ল।

এ বিষয়ে এক বিবৃতিতে মিলানের সিটি কাউন্সিলর এলেনা গ্রান্দি বলেছেন, এই পদক্ষেপের ফলে নাগরিকদের ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি শহরের জনস্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, আমি জানি, এই পদক্ষেপটির বাস্তবায়ন সহজ হবে না। রাতারাতিও এটি বাস্তবায়ন করা যাবে না। তবে (শহরের) সত্যিকারের সাংস্কৃতিক পরিবর্তনে যে এটি সহায়ক হবে, এ বিষয়ে আমি নিশ্চিত।

তামাকজাত পণ্যের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলেও ইলেক্ট্রনিক সিগারেটের মতো পণ্যসামগ্রী এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।