কোটা সংস্কার আন্দোলনের মাঝে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে দেশে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করেছিল ১ আগস্ট। পরে সেটাও বন্ধ রাখা হয়। প্রায় এক মাস বন্ধ থাকার পর সারা দেশে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে শুরু হলো ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, মঙ্গলবার ট্রেনগুলো নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সোমবার (১২ আগস্ট) বিকেল ৫টা থেকে কাউন্টার ও অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন থেকে হয় মালবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।
রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান জানান, অন্যান্য সব ট্রেন চললেও পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।