ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪

চট্টগ্রাম ওয়াগন ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ । ১৪১ জন

চট্টগ্রাম কন্টেইনারবাহী ওয়াগণ ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ ইদ্রিস (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) রাত ১টার দিকে মহানগরীর বন্দর থানার সল্টগোলা রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। তিনি পতেঙ্গার নারিকেল তলা এলাকায় শাহাবুদ্দিনের বাসায় ভাড়ায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরী থেকে বের হয়ে একটি খালি ওয়াগান ট্রেন চট্টগ্রাম বন্দরে প্রবেশের আগে রাত ১টার দিকে সল্টগোলার ঈশান মিস্ত্রি হাট এলাকায় পৌঁছালে এক যুবক হঠাৎ ট্রেনে কাটা পড়ে। ট্রেনটি সেখানে দাঁড়িয়ে যায়, তবে ততক্ষণে ওই যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

সিএমপির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের মজুমদার বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি দল গিয়েছে।’

রেলওয়ে থানার ওসি এস এম শাহিদুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়া যুবকের শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।