ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  • অন্যান্য

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ । ৯৭ জন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। বুধবার (৩ জুলাই) সকালে দামুড়হুদার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

উজ্জল হোসেন (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের আমির আলির ছেলে। আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

দামুড়হুদা থানার ওসি আলমগীর কবির বলেন, ‘দামুড়হুদার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়া এলাকায় দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. শাপলা খাতুন উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।