ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  • অন্যান্য

চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ । ৩৪৬ জন

ভারতে ওড়িশার বালেশ্বরে করমন্ডেল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে তামিলনাড়ুর চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বালেশ্বর জেলায় পৌঁছালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক্সপ্রেস ট্রেনটির ৪টি বগি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

চেন্নাইগামী ট্রেনে ভেলরের সিএমসিসহ চেন্নাই এর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে অসংখ্য বাংলাদেশী ভ্রমণ করেন। দূর্ঘটনাকবলিত আজকের করমন্ডল ট্রেনেও অনেক বাংলাদেশী ছিল বলে জানা গেছে। তবে হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভারতের স্পেশাল রিলিফ কমিশনারের (এসআরসি) কার্যালয় জানিয়েছে, উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে অভিযান দল পাঠানো হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উদ্ধার অভিযানে তদারকি করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি এসআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

ওড়িশা সরকার উদ্ধার অভিযানে সহায়তা করতে দুর্ঘটনাস্থলে জেনারেটর ও লাইটের ব্যবস্থাও করছে।

ওড়িশা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য ৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ওডিশার অতিরিক্ত চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ অধিদপ্তর জানিয়েছে, তারা ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং আহতদের সোরো শহরের একটি কমিউনিটি হেলথ সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর করমন্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালবাহী ট্রেনের ওপর উঠে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি ট্রেনই একই লাইনে ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, 'আমরা ওডিশা সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করতে ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছি।'