জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে লক্ষ্মীপুরে বিনামূল্যে এক লাখ ১২ হাজার কিশোরীকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইনে এসব টিকা দেয়া হবে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর। আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে লক্ষ্মীপুরে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
সিভিল সার্জন বলেন, ‘স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন।’ টিকা নেয়ার জন্য ওয়েবসাইটে গিয়ে ১৭ ডিজিটের অনলাইন জন্ম-নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। তবে যাদের অনলাইন জন্ম-নিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেয়া হবে। এরই মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান কেন্দ্র সংখ্যা স্থায়ীভাবে ৬টি ও অস্থায়ী হিসেবে ১৪২৩ শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৩৯৪টি কমিউনিটি ক্লিনিক নির্ধারণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, ডা. নাহিদ রায়হান প্রমুখ।
জানা যায়, বেলজিয়ামে তৈরি ভ্যাকসিনটির নাম সার্ভিক্স (জিএসকে)। প্রতি ভায়ালে ডোজ সংখ্যা দুই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ সুপারিশ অনুযায়ী দেশের ন্যাশনাল ইমুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টের (নাইট্যাগ) সিদ্ধান্ত অনুযায়ী এক ডোজ ভ্যাকসিন নেয়া জরুরি।