ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে উত্তপ্ত রাতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ । ৫৮ জন

প্যারিস, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রতি তিনজনে এক জনের জন্যে উত্তপ্ত রাতের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছে। বৃহস্পতিবার এক বৈশ্বিক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।

রাতের উচ্চ তাপমাত্রা বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি তা মানুষের শরীরকে শীতল হতে এবং দিনের তাপ থেকে রক্ষায় বাধা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাতের বেলায় ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দিয়েছে। তা না হলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

বিশেষকরে শিশু, বয়স্ক ও দীর্ঘ মেয়াদী রোগে ভুগছে এমন ঝুঁকিপূর্ণ লোকের জন্যে ঘরের এই তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু বিজ্ঞানী এবং জলবায়ু যোগযোগকারীদের একটি স্বাধীন গ্রুপ ক্লাইমেট সেন্ট্রাল বলছে, কয়লা, তেল ও গ্যাসের কারণে জলবায়ু উত্তপ্ত হওয়ায় রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে।

বিশ্লেষণে ২০১৪ সাল থেকে ২০২৩ সালের মধ্যে গড় উত্তপ্ত রাতগুলোর মধ্যে তুলনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাত্রিকালীন উত্তপ্ত তাপমাত্রা গড়ে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। কিন্তু সকল মানুষের ওপর তার সমান প্রভাব পড়ে না। তবে উচ্চ তাপমাত্রার সাথে যখন আর্দ্রতা যোগ হয় তখন এর পরিণাম হতে পারে ভয়াবহ।