ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মানুষের ভোগান্তি নিরসনে ১০০টি টিমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন সিটি করপোরেশন জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
বিজ্ঞপ্তিতে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের সংক্ষিপ্তসার তুলে ধরে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশলী বিভাগের ১০০টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। কমলাপুর টিটি পাড়া পাম্প স্টেশনে ৫ কিউমেক ক্ষমতাসম্পন্ন ২টি বড় পাম্প এবং ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন ৩টি ছোট পাম্প সচল রয়েছে।
এদিকে ধোলাইখাল পাম্প স্টেশনে ৭.৫ কিউমেক ক্ষমতাসম্পন্ন ২টি পাম্প সচল রয়েছে। অর্থাৎ বড় ৪টি ও ছোট ৩টি পাম্প মিলিয়ে প্রতি সেকেন্ডে ২৫ হাজার ৪২৫ লিটার পানি নিষ্কাশন করা হচ্ছে।
১ কিউসেক = ২৮.৩২ লিটার/ সেকেন্ড, ১ কিউমেক = ১ হাজার লিটার/ সেকেন্ড
এছাড়া, হাতিরঝিল স্লুইস গেট চালু রয়েছে। যদিওবা এটি রাজউক নিয়ন্ত্রণাধীন।