ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পর্যবেক্ষণ সভায় সেরা ডা মো. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ । ২১৪ জন

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় নির্বাচিত সেরা নির্বাচিত হয়েছেন উপজেলা কয়রার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ রেজাউল করিম। তাকে সেরার সম্মাননা স্মারক তুলে দিয়েছেন খুলনা সিভিল সার্জন ডা সবিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ডা শেখ বাহারুল আলম স্যার, সাবেক টিবি এক্সপার্ট , খুলনা বিভাগ ডা আনোয়ারুল আজাদ স্যার, তত্ত্বাবধায়ক বক্ষব্যাধি হাসপাতাল,ডেপুটি সিভিল সার্জন ডা শেখ কামাল হোসেন স্যার, বিভাগীয় টিবি এক্সপার্ট ডা মেহেদী বিন জহর, বিভাগীয় মাইক্রোবায়োলজিস্ট মো মামুন হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও সি এস ডা শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, উপজেলাসমূহের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন),যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী,এম টি ল্যাববৃন্দ।