ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ । ২১ জন

জামালপুরে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে নিলুফার চৌধুরীকে পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী অভিভাবকরা জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সভাপতি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের তাকে বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি সভাপতি হন। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন, সরকার পরির্বতনের পর কলেজে নিলুফার চৌধুরী মনিকে সভাপতি করা হয়েছে। আমরা তাকে কোনোদিন দেখিনি, চিনিও না। তাকে কি ভাবে সভাপতি করা হলো। আমরা তার পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত তাকে বাদ না দিবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

ছাত্র-ছাত্রীদের অবরোধের কারণে প্রায় দুঘণ্টা জামালপুর- টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।