ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ । ৫ জন

ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায সিএনজি অটোরিকশা থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদের শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অসুস্থ এক স্বজনকে দেখতে একটি সিএনজি আটোরিকশায় পাঁচজন নেত্রকোণা যাচ্ছিলেন। পথে আজ সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সিএনজিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় সঞ্জয় চক্রবর্তী।