ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  • অন্যান্য

ট্রাক্টর চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ । ৫২ জন

কুমিল্লার দেবিদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় আফরোজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা পদ্মকোট গ্রামের রিকশা শ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।

স্থানীয়রা জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাহ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভা হয়। সভা শেষে গ্রামবাসীর মধ্যে বিরিয়ানীর প্যাকেট বিতরণ করা হয়। বিরিয়ানী নিতে আফরোজা সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনও লিখিত অভিযোগ করেননি। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।