চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তারা মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের সামনে মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাহিদ ও সুইট মিলে মোটরসাইকেলযোগে রঘুনাথপুর গ্রাম থেকে ব্যক্তিগত কাজ সেরে পুরাতন বাস্তবপুর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন বাস্তবপুর গ্রামের মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলে দুজনই মারা যায়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।