ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  • অন্যান্য

ডাম্পট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ । ৬ জন

দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ডাম্পট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কল্যাণীহাট সংলগ্ন বাইশ মাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল রায় (৫০) বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের নারইল গ্রামের সেদেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নে আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বিমল মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, উপজেলার কল্যাণীহাট সংলগ্ন এলাকায় বালুবাহী ডাম্পট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।