ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ডিএনসিসির ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
নভেম্বর ২০, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ । ১৯৬ জন

ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস অর্থাৎ সড়কে মৃত্যু ও ক্ষতিগ্রস্তদের স্মরণে পালিত বৈশ্বিক দিবস।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এ দিবসটি পালন করল।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিস-এর সহায়তায় প্রথমবারের মতো নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিবসটি পালনের অংশ হিসেবে গতকাল ১৯ নভেম্বর রোড ট্রাফিক ভিকটিমস ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের পর ডিএনসিসিতে সড়ক মৃত্যু ও ক্ষতিগ্রস্ত স্মরণে তৈরি করা কর্ণার জনগণের জন্য উন্মুক্ত করা হয়। ফটো স্টোরির এই কর্নারে সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর যাদের হারিয়েছে তাদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকায় ছোট গাড়ির আধিক্য যানজটের অন্যতম কারণ। আবার যানজট হতে মুক্ত হলে বেপরোয়া গতি লক্ষ করা যায়। তিনি জানান, ডিএনসিসির সড়কগুলোকে নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটিসহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সাথে মিলে ডিএনসিসি কাজ করছে। বিশেষত, ব্লুমবার্গ ফিলানথ্রপিস-এর বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির সাথে ডিএনসিসি সম্পৃক্ত। এর আওতায় ঢাকা উত্তরের জনগণের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সংলাপে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এতে আলোচনায় অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মেহেদী হাসান, বিপিএম-বার, পিপি-বার, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি.জে. মু. আমিনুল ইসলাম, একসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সহকারী অধ্যাপক ড. আর্মানা সাবিহা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-এর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. মো. শরিফুল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুর রশিদ প্রমুখ।

সড়কে প্রিয়জনকে হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন দুজন ভিকটিম তাদের বক্তব্য তুলে ধরেন। তারা হলেন এডভোকেট ইতি রানী সাহা, তিনি সড়কে তার স্বামী হারিয়েছেন এবং সাংবাদিক নিখিল ভদ্র, যিনি দুটি পা হারিয়ে কৃত্রিম পায়ে নির্ভর করে জীবনযাপন করছেন।