ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ডেঙ্গু, জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধের দাবিতে স্মারকলিপি দিবে বাসদ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ । ২৭৭ জন

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষণা করে প্রতি ওয়ার্ডে চিকিৎসা কেন্দ্র নির্মাণ করে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা করা এবং নগরীর জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি দিবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আগামীকাল বুধবার ৯ আগস্ট ২০২৩ সকাল সাড়ে ১১টায় গুলশান ২ নং নগর ভবনের সামনে জমায়েত ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বরাবর এ স্মারকলিপি পেশ করা হবে।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সদস্য সচিব জুলফিকার আলী আজ ৮ আগস্ট সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের কর্মসূচি সফল করার জন্য দলের ঢাকা মহানগরের নেতাকর্মীসহ ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।