ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

তিন লাখ ছুঁতে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু

পাবলিকহেলথ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ । ২০৫ জন

২৪ ঘণ্টায় (১৬-১৭ নভেম্বর) সারাদেশে আরো ১১ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫৩৯ জনে। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যায় প্রায় তিন লাখ।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

এতে আরো বলা হয়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৬ জন ও ঢাকার বাইরের ৭৫০ জন। মৃতদের মধ্যে আট জন ঢাকার, তিন জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৫০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ পাঁচ হাজার ৮৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৯৬৬ জন।

১৬ নভেম্বর ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫।

এদিন বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মারা গেল ১৭৮ জন।