ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আবার বাড়ছে মৃত্যু!

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৫১

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ । ১২০ জন

মাঝের কয়েকদিন ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমলেও গতকাল থেকে তা আবার বাড়তে শুরু করেছে বলে মনে হচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় (৭ ডিসেম্বর-৮ ডিসেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৭ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৫০ জনের মৃত্যু হলো। গতকাল ৮ ডিসেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ডিসেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪১১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু আক্রিান্ত রোগী চিকিৎসাধীন আছেন।