ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ । ২১৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে এক হাজার ৭৮ জন ঢাকার। এক হাজার ৬৮৬ জন অন্যান্য বিভাগের।

আজ রবিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩১৩ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই চার হাজার ৬০৫ জন। বাকি চার হাজার ৭৪২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন।