ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪

তলিয়ে গেছে ৩০ বসতঘর, তীর রক্ষা বাঁধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ । ১৭ জন

লক্ষ্মীপুরে রহমতখালী খালের পানির তীব্র স্রোতে তীর ভেঙে ভিটেমাটিসহ প্রায় ৩০টি ঘর ভেঙে খালের পানিতে তলিয়ে গেছে। খালের অব্যাহত ভাঙনে এই বিস্তীর্ণ জনপদটি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের রহমতখালী খালের উপর পিয়ারাপুর ব্রিজটিও ভাঙণের ঝুঁকিতে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাল ভাঙন রোধে জরুরিভাবে তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পিয়ারাপুর গ্রামবাসী। পরে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন ভুক্তভোগীরা।

এ সময় বক্তব্য রাখেন ভূঁইয়া মোহাম্মদ জাকির হোসেন, মহিন উদ্দিন, মো. ইব্রাহিম, হেলাল উদ্দিন পাটওয়ারী ও মো. সুমন। এছাড়া পিয়ারাপুরসহ আশপাশের গ্রামের শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন।