ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

‘তাপদাহের তীব্রতা : দায় কার, করণীয় কি?’ শীর্ষক সংবাদ সম্মেলন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ । ১১১ জন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে আগামীকাল ৩০ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার সকাল ১১.০০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে “তাপদাহের তীব্রতাঃ দায় কার? করণীয় কি?” -শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাপা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্থপতি ইকবাল হাবিব, সহ-সভাপতি, বাপা।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, চেয়ারম্যান, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মিহির লাল সেন, চেয়ারম্যান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আব্দুস সালাম, অধ্যাপক রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, যুগ্ম সম্পাদক, বাপা প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আলমগীর কবির, সাধারণ সম্পাদক, বাপা। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাপা’র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পরিবেশবাদি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।