ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও বাস্তবায়নে মাশরাফি বিন মুর্তজার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ । ৪২৪ জন

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আইনের সংশোধিত খসড়া যাতে সংসদে পাশ হয় সে বিষয় নিয়ে সংসদে জোর দাবি উপস্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক জনাব মাশরাফি বিন মুর্তজা।

আজ সোমবার সকালে ইউনিয়ন ইন্সুরেন্স এর প্রধান কার্যালয়ে নাটাবের প্রেসিডেন্ট ও বিশিষ্ট রাজনীতিবীদ মোজাফফর হোসেন পল্টু ও নাটাবের সেক্রেটারী জেনারেল খায়েরউদ্দিন আহমেদ মুকুল এর সাথে এক সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাদে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আইনের সংশোধিত খসড়া যাতে সংসদে পাশ হয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব নাটাবের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।