তামাক আইন নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য সচিব। বাংলাদেশে হার্ট ফাউন্ডেশনের এক প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে গত বুধবার (১৫ নভেম্বর) সৌজন্য স্বাক্ষাৎ করেছেন হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক প্রতিনিধি দল। ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ব্রিগে. জেনা. (অব.) অধ্যাপক মো. ইউনুছুর রহমান, আব্দুস সোবহান ভূঁইয়া, অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, ডা. মাহফুজুর রহমান ভূঁঞা ও আবু জাফর।
এ সময় স্বাস্থ্য সচিব বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি দ্রুত সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। প্রসঙ্গত, হার্ট ফাউন্ডেশন এক দশকেরও বেশি সময় বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে।