ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

তামাক নিয়ন্ত্রণে যুব সমাজের পাশে থাকার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৭, ২০২৩ ৬:২৯ পূর্বাহ্ণ । ৪৫৯ জন

খেলাধূলাসহ উন্নত জীবনের জন্য যুব সমাজকে সিগারেটসহ সবধরনের তামাকমুক্ত থাকা জরুরি। এজন্য তরুণদের তামাক থেকে দূরে থাকতে কাজ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এমন আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং-এর সদস্যরা বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তারা ইয়ুথ ফোরামের তামাক নিয়ন্ত্রণ ক্যাম্পেইন সম্পর্কে প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করেন।  পরিশেষে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবিতে স্মারকলিপি পেশ করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মহোদয় ড. মহিউদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।  প্রতিমন্ত্রী মহোদয় এসময় ইয়ুথ ফোরামকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। ইয়ুথ ফোরামের সমন্বয়ক মারজানা মুনতাহা নেতৃত্ব ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।