ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

তামাক নিয়ন্ত্রণে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস আইন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ । ১৪২ জন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এর সাথে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’র একটি প্রতিনিধি দলের স্বাক্ষাৎ ও সংক্ষিপ্ত সভা ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর উল্লেখযোগ্য দিক তুলে ধরেন মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী এবং ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র টেকনিক্যাল এডভাইজার এড. সৈয়দ মাহবুবুল আলম। পূণরায় আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় স্বাক্ষাতকালে প্রতিনিধি দল মাননীয় মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

মাননীয় মন্ত্রী তামাক নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের সর্বাত্নক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মানস এর প্রজেক্ট কোর্ডিনেটর উম্মে জান্নাত এবং সিনিয়র প্রজেক্ট এন্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।