ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

তামাক নিয়ন্ত্রণের কর্মীরা এনবিআররের সহযোগী : মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ । ৩০৪ জন

আমরা যারা তামাক নিয়ন্ত্রণের কর্মী তারা এনবিআররের সহযোগী। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। প্রতিবছর এনবিআরের সাথে যারা দেখা করে সবাই চায় কীভাবে কর কমানো যায়। কিন্তু এই একটা গ্রুপই আছেন যারা সরকারকে ট্যাক্স আদায়ে সহযোগিতা করে। শুধু তাই নয় তাদেরকে এ বিষয়ে এভিডেন্সসহ সাজেশন দেয়ার চেষ্টা করি। এসব গবেষণার সঙ্গে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দীন ফারুক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হকসহ অন্যান্য গবেষকরা যুক্ত থাকেন।

গতকাল রোববার রাজধানীর বিএমএ ভবনের ডা শহীদ মিলন সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় সিটিএফকে এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এসব কথা বলেন।

তিনি বলেন, যদি এনবিআরের সংশ্লিষ্ট শাখা আমাদের সাথে বসেন। সব সময় এনবিআরের সামনে কর আদায়ে একটা টার্গেট থাকে। এখানে এনবিআরের মেধাবী কর্মকর্তারা আছেন। আমি আপনাদের অনুরোধ করবো যদি আমাদের প্রস্তাবণাগুলো কীভাবে আমলে নেয়া যায় বা সেগুলো নিয়ে আলোচনা করা যায় সেই বিষয়ে সুযোগ তৈরি করার জন্য।

তিনি আরও বলেন, বিষয়গুলো যদি সরকারের কাছে পেশ করা যায় যেখানে স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারে এবং অন্যান্য বিশেষজ্ঞরা থাকতে পারেন। একইসঙ্গে প্রাক্তন ও বর্তমানে যারা কাজ করছেন তাদের সামনে এ প্রস্তাব দিলাম। আমি আশা করছি রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ রক্ষায় আমাদের প্রস্তাবনাগুলো এনবিআরকে সহযোগিতা করবে।