ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

তামাক ব্যবহার নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের সভা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ । ৩৯২ জন

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের কেন্দ্রীয় মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আজ ২ অক্টোবর,২০২৩ সকাল ১১ টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের কেন্দ্রীয় মনিটরিং কমিটির সভায় সভাপতিত্ব করেন জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ। বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব হোসেন আলী খোন্দকার, সমন্বয়ক, এনটিসিসি, অতিরিক্ত সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ।

এছাড়া অন্যান্যদের মধ্যে এইড ফাউন্ডেশন শাগুফতা সুলতানা, প্রকল্প পরিচালক ও আবু নাসের অনীক, সিনিয়র প্রোগ্রাম অফিসার অংশগ্রহণ করেন।