ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

তামাক সেবনে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ । ৫৬ জন

তামাক দেশের জন্য একটি মরণঘাতী সমস্যা। প্রতিদিন ৪৪২ জন তামাক সেবনের কারণে মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ‘তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এর প্রতিরোধের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

গতকাল (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভাটি হয়।

আলোচনায় বিএসএমএমইউ উপাচার্য ডা. সায়েদুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে যাতে তারা তামাক থেকে দূরে থাকতে পারে। স্বাস্থ্যশিক্ষা এবং প্রয়োজনীয় আইন প্রয়োগের মাধ্যমে আমরা তামাকের ব্যবহার হ্রাস করতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, তামাক সেবনের ফলে প্রতিবছর ৮ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আলোচনায় বক্তারা বলেন, তামাক ব্যবহারজনিত কারণে স্বাস্থ্য খাতে সরকাররে যে ব্যয় হয়, তা অত্যন্ত বিপর্যয়কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত একটি গবষেণায় দেখা গছে, বাংলাদেশে তামাকের কারণে বছরে ৩৬ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য খাতে ব্যয় হয়। তামাকের বিরুদ্ধে কৌশলগত নীতি গ্রহণ করা হলে, স্বাস্থ্য খাতে এ ব্যয়কে উল্লখেযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। আমাদের স্বাস্থ্য অর্থনীতিতে এর প্রভাব নিয়ে গবেষণা জরুরি।