ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলন করবে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ । ২৬৪ জন

দেশের প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজক হিসেবে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সাথে আরও রয়েছে দ্যা আর্থ সোসাইটি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও ক্লাইমেট পার্লামেন্ট। এছাড়া আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে আরও রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন দেশের দূতাবাস, জাতীয় ও আন্তজার্তিক উন্নয়ন সহযোগী সংস্থাসহ আরও ২২টি প্রতিষ্ঠান।

তিন দিনব্যাপী এই আয়োজনে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, ভুটান, নেপাল,,শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক সহ সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন সেশনে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে অংশগ্রহণ করবেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ৬০০ জন প্রতনিধি সরাসরি অংশগ্রহণ করবেন।

এই আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, জল ব্যবস্থাপনা, জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে অর্থায়ন, বিশুদ্ধ বায়ু, শক্তি নিরাপত্তা এবং উল্লেখিত দেশগুলোর জন্য প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হবে।

বর্তমান জলবায়ু প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩ একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আয়োজন হতে যাচ্ছে। তাই গণমাধ্যম ও দেশ-বিদেশের সকল পর্যায়ের মানুষকে এই সম্মেলন সম্পর্কে অবহিত করতে আজ ৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনের এনেক্স বলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, চেয়ারপারসন জনাব তানভির শাকিল জয় এমপি, কো-চেয়ারপারসন জনাব ওয়াসিকা আয়শা খান এমপি, আহ্বায়ক জনাব নাহিম রাজ্জাক এমপি ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দসহ আয়োজন সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ।