ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, মা–শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৮:১০ পূর্বাহ্ণ । ১৭২ জন

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি বগি থেকে মা ও শিশু সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার একটু পরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নাদিরা আক্তার পপি (৩২) ও তাঁর তিন বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাঁদের পরিচয় জানা যায়নি। চারজনের মরদেহ পুলিশের কাছে রয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেন খিলক্ষেতে আসলে যাত্রীরা বগিগুলোতে আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

পুলিশ বলেছে, আগুন নেভানো এবং মরদেহগুলো উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।