ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জনস্বাস্থ্য সুরক্ষায় দাম বাড়লো তরল নিকোটিনের

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ । ৩১৩ জন

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাতীয় দ্রব্য যেমন তরল নিকোটিন, ট্রান্সডার্মাল ইউজ নিকোটিন ইত্যাদি পণ্যের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে ইলেকট্রনিক সিগারেট ও সমজাতীয় ইলেকট্রিক ভ্যাপোরাইজার ডিভাইসের দাম বাড়ব।

অর্থমন্ত্রী বলেছেন, এসব পণ্য এবং এর খুচরা যন্ত্রাংশের শুল্কহার সমান নয়। যন্ত্রাংশের শুল্কহার বাড়িয়ে মূল পণ্যের সমান, ২১২ করার প্রস্তাব করা হয়েছে।

ভ্যাপোরাইজার ডিভাইস সাধারণভাবে ভ্যাপ নামে পরিচিত। এই পণ্য অনেকে ব্যবহার করেন। তবে এটি ক্ষতিকর বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।