ঢাকাবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

দিনের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ । ১১০ জন

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। গত ২৪ ঘন্টায় দেশের ঢাকা, রাজশাহী, সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেট সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে হাতিয়ায় সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।