ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪

দীর্ঘ ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ । ২৮ জন

দীর্ঘ ২৭ দিন পর সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এরমধ্য দিয়ে পুরোদমে শুরু হলো রেলসেবা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।

এর আগে, ১৩ আগস্ট থেকে শুরু হয় মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচলের মধ্যে দিয়ে। প্রথমে মালবাহী, পরে লোকাল ও মেইল ট্রেন চালুর মধ্য দিয়ে ধাপে ধাপে ঘুরতে থাকে রেলের চাকা। সবশেষ আজ থেকে শুরু হলো আন্তঃনগর ট্রেন চলাচল। দেশের উদ্ভুত পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছিল রেলসেবা।

আজ ভোর থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার শিডিউল মেনে নির্দিষ্ট স্থানে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে। যেহেতু ঢাকার বাইরে থেকে এখনও আন্তঃনগর ট্রেন ঢাকায় এসে পৌঁছেনি, ফলে ঢাকার কোনো আন্তঃনগর ছাড়েনি এখনও। দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরাও।