ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  • অন্যান্য

দেশে আরও ১০টি এয়ারবাস কিনতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
মে ৮, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ । ৭৩ জন

সরকার আরও ১০টি এয়ারবাস কেনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। মঙ্গলবার (৭ মে) নিজ দপ্তরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলেইনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ফারুক খান আরও বলেন, এয়ারবাস কেনার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ভালো প্রস্তাব পেয়েছি। ইতোমধ্যে বোয়িং আমাদের ভালো প্রস্তাব দিয়েছে। সেগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করছি। বাংলাদেশের জন্য যেটা ভালো হবে, সেটাই বিবেচনা করব।

তিনি বলেন, বেসামরিক বিমান খাত নিয়ে তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পর্যটন খাতেও ব্রিটিশ সরকার বিনিয়োগে আগ্রহী।

এছাড়া বৈঠকে সিকিউরিটি, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিমান ও পর্যটনমন্ত্রী।

এ সময় আগামী ছয় মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন ফারুক খান।

তিনি বলেন, কিছু দিন আগে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে। তারা আরও কিছুদিন সময় চেয়েছে। করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সব প্রজেক্ট কিছুটা স্লো হয়েছে। তবে কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি ব্যবহার করতে পারব।