ঢাকাশনিবার , ১১ মে ২০২৪

দেশে আরও ২২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ । ৬৬ জন

দেশে নতুন করে ২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬০৭ জনে। এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ১৩৪ জনে। এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৪ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময় শনাক্তের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।