ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮২৯

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ । ৪৩ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৭৭ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৫ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।