ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  • অন্যান্য

দেশেই সর্বাধুনিক নিউরোলোজিক্যাল চিকিৎসা সম্ভব

পাবলিকহেলথ ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ । ১০৬ জন

নিউরোলোজিক্যাল চিকিৎসায় একাধারে নিউরোসার্জারি, নিউরোলোজি এবং ফিজিওলোজি বিভাগের সমন্বিত ও যৌথ প্রয়াসে দেশেই সর্বাধুনিক সেবা প্রদান করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ফিজিওলোজি বিভাগের আয়োজনে এ সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা জনান।

এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিন বিভাগের সমন্বিত অংশগ্রহণে ‘সিম্পোজিয়াম অন স্টারোটেক্সি ইন ফিসিওলোজি’ এ স্টেপ ফরওয়ার্ড ইন নিউরোসাইন্স শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, নিউরোলোজিক্যাল চিকিৎসায় একাধারে নিউরোসার্জারি, নিউরোলোজি এবং ফিজিওলোজি বিভাগের সমন্বিত ও যৌথ প্রয়াসে সর্বাধুনিক সেবা প্রদান করা সম্ভব। স্টারোটেক্সি হলো এমন একটি পদ্ধতি যা নিউরোসার্জারি বা অন্যান্য ইন্টারভেনশনের সময় কোষের কোনো ধরণের ক্ষতি ছাড়াই টার্গেট স্থানে সেবা প্রদান করা।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমি যেখানে গিয়েছি, সেখানেই সর্বাধুনিক নতুন কিছু করার চেষ্টার পাশাপাশি বাস্তবায়নও করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও সেবায় আগে যা ছিল না, সে সব করেছি এবং অনেক কিছু করার সূচনা চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, নিউরোসার্জারির বিভিন্ন ধরণের অপারেশন করতে দীর্ঘ সময় লাগে। সেবার মান বৃদ্ধি ও বিদেশ নির্ভরতা কমার জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে। নিউরো সার্জারিতে দক্ষ জনবল তৈরি করা গেলে বিভিন্ন ধরণের সেবা ও অপারেশনের সংখ্যাও বৃদ্ধি করা যাবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিতভাবে কাজ করতে হবে। একে অপরের সহযোগী হয়ে রোগী সেবায় আত্মনিয়োগ করতে হবে।

দেশের স্বাস্থ্য সেবায় বিএসএমএমইউর অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসা সেবায় নতুন সংযোজন হিসেবে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, শিশু কিডনি ট্রান্সপ্লান্ট, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদাকরণের ও ক্যান্সার চিকিৎসায় বর্তমান প্রশাসনের আমলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিনগুলোতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই সকল ধরনের সর্বাধুনিক চিকিৎসা প্রদান সম্ভব, এমন আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ফিজিওলোজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্যানেল অব এক্সাপার্ট হিসেবে বক্তব্য রাখেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. হোসাইন রেজা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, নিউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল প্রমুখ।