ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

দেশের ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ । ২৬ জন

দেশের ৩ বিভাগের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৯ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে এই সময়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।