ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

দেশের ৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ । ৬০ জন

বাংলাদেশের মোট জনগোষ্ঠির ৪৮ শতাংশই তরুণ। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে তামাকের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবী জানিয়েছে তরুণরা।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত তরুণদের সাথে এক মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল-এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

এ সময় তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজ যথাযথ ভূমিকা রাখবে উল্লেখ করে, তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে জোরালো দাবি জানাতে তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্টফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের (সিটিএফকে)-এর প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ এন্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এ সময় তামাকের স্বাস্থ্য ক্ষতি, কোম্পানীর কুট-কৌশল, পলিসি এডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের প্রাণ ঝরছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তরুণরা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবিতে তাদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে বলেও জানান আলোচকরা।