ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  • অন্যান্য

ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হলেন খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ । ১০২ জন

ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি এত দিন ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের (গবেষণা) দায়িত্ব পালন করছিলেন। তিনি ড. মো. শাহজাহান কবীরের স্থলাভিষিক্ত হলেন।

গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সদ্য স্বেচ্ছায় অবসরে যাওয়া মহাপরিচালক শাহজাহান কবীরের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে গত কয়েক দিন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রি’র কর্মকর্তা, কর্মচারীরা। অভিযোগ রয়েছে, শাহজাহান কবীর ক্ষমতায় থাকাকালে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, পদোন্নতি প্রদানে অনিয়ম, ব্রি মিউজিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ডিজির বাংলো নির্মাণে অনিয়ম, গবেষণা প্লটে মাটি ভরাটে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন।