ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪

নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স না : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ । ২০ জন

দেশে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (২১ আগষ্ট) বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, নতুন করে কোন ইটভাটার লাইসেন্স না দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হবে। এক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না। এবং ইট বানানোর মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।

এদিকে তিস্তাসহ ভারতের সাথে অভিন্ন নদীতে অধিকারের বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকার কথা বলবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা।

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে। তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো।

‘ভারতের সাথে বন্ধুপ্রতীম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার,’ যোগ করেন তিনি।