ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ । ১৬৬ জন

নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৫০) মাস্টার অ্যাক্সেসরিজ লিমিটেডের শ্রমিক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে রাস্তা পারাপার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হয়।

এ সংবাদ মাস্টার অ্যাক্সেসরিজ লিমিটেড ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় বেরিকেট দিলে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় শ্রমিকরা রাস্তায় স্পিড ব্রেকারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পিড বেকারের আশ্বাস দিলে শ্রমিকরা বেরিকেট সরিয়ে নেয়। এবং যানচলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় ৭ কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়েছিল। পুলিশ বাসটিকে আটক করেছে।