ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  • অন্যান্য

নাটোরে সড়ক দর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ । ৬৭ জন

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টায় উপজেলার লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়কের জামতলা তিনখুঁটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তার মেয়ে রোকেয়া সুলতানা (৩)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চার্জার ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথে জামতলা তিনখুঁটি এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস প্রথমে ইজিবাইকে ধাক্কা দেয়। পরে একটি চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে মা রুবিনা ও বাবার কোলে থেকে শিশু রুকাইয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।