ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ । ২৮ জন

নাটোর সদরের নওপাড়া ও চাঁদপুর এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে ভোর ৫টার দিকে নাটোর সদর উপজেলার নওপাড়া জুটমিল এলাকায় ৬টি পণ্যবাহী ট্রাকের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এসময় কোনোটি খাদে পড়ে যায়। কোনোটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে হোসাইন নামে এক ট্রাকচালক নিহত হন।

হোসাইনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। আহত হন চারজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় নাটোর-বগুড়া মহাসড়কে যান চলাচল।

এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পবা হাইওয়ে থানার এস আই ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।