ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক ও মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ । ৬৮ জন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং দেশব্যাপী পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুঁড়ি এলাকায় অবস্থান নেন। সড়কে প্লাস্টিকের ড্রাম, বাঁশ ও কাঠের দণ্ড ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করেন তারা।

এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে নিয়ে লিংক রোডের ঢাকামুখী ও নারায়ণগঞ্জমুখী উভয় লেন বন্ধ করে দিয়ে বিভিন্ন দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ তিন ঘণ্টার অবরোধে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের চালকরা সহ কয়েক হাজার যাত্রী।

দুপুর একটায় আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অবরোধ তুলে নিলে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, বেলা এগারোটা থেকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেল গেট, প্রেসক্লাব চত্বর ও চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে একযোগে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

একই সময় বেলা এগারোটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে, ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, কাঁচপুরে ওমর আলী স্কুলের সামনে মহাসড়কের ঢাকাগামী লেনে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিল। এক ঘণ্টা পর দুপুর বারোটায় তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, চলমান কোটা আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতদের স্মরণে দুপুর দেড়টায় নগরীর চাষাঢ়ায় বিজয় স্তম্ভের সামনে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।